বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeশিক্ষাইবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলন, উপাচার্যের আশ্বাসে প্রত্যাহার

ইবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলন, উপাচার্যের আশ্বাসে প্রত্যাহার

মুখলেসুর রাহমান সুইট: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ১৪৪ধারা ভঙ্গ করে আন্দোলনের মুখে “বর্ধিত ফি রিভিউ” কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন- উর- রাশিদ আসকারী।

আজ বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় ।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেনকে আহবায়ক করে ৩সদস্যের রিভিউ কমিটি গঠন করা হয়েছে ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান উল-আম্বিয়া, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক মিন্টু কুমার বিষ্ণু।

এ কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে ভর্তি ফিস, সেশন ফিস, মাসিক বেতন ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহপূর্বক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফিসসহ অন্যান্য ফিস রিভিউ করে যথাশ্রীঘ্রসম্ভব সুপারিশ পেশ করবে।

সূত্র মতে গতকাল মঙ্গলবার(২৩ই এপ্রিল)
ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ভর্তি ফি, সেশন ফি, পরিবহন ফিসহ সকল প্রকার বর্ধিত ফি কমানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসলেও প্রশাসন থেকে কোন সমাধান না পেয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে সর্বাত্বক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ ও ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। দাবী আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আন্দোলন করে তারা। এসময় বিক্ষোভ মিছিল, গায়ে কেরোসিন তেল ঢেলে অবস্থান কর্মসূচী, আমরণ অনশন ও মেইন গেট অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি, সেশন ফিসহ অন্যান্য ফি ৪ গুন বৃদ্ধিসহ নতুন অনেক খাত বৃদ্ধি করে প্রশাসন। যেখানে পূর্বের সেশনের চেয়ে অনুষদ ভেদে শিক্ষাদান ফি ১৯২-৩০০ টাকা থেকে ১২০০-১৫০০, ভর্তি/ পূনঃভর্তি ফি ১০০ টাকা থেকে ৮০০ টাকা, পরিবহন ফি ৭৭০ টাকা থেকে বাড়িয়ে ২২০০ টাকা করাসহ সকল প্রকার ফি কয়েকগুন বাড়ানো হয়। সেই সাথে ইন্টারনেট ফি, ইন্টারনেট রক্ষণাবেক্ষণ ফি, প্রকাটরিয়াল সার্ভিস ফি, কাউন্সিলিং ফি, জাতীয় দিবস উদযাপন ফি, শিক্ষা উন্নয়ন ফি, ওরিয়েন্টেশন ফি ইত্যাদি নামে বেনামে বিভিন্ন ১৩ টি খাত বৃদ্ধি করা হয়।

নতুন এসব বর্ধিত ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মানববন্ধন, অবস্থান কর্মসূচী, প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচী পালন করেছে। তাদের দাবী ভর্তি ফি, সেশন ফি সহ সকল প্রকার ফি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে অথবা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের চেয়ে যৌক্তিক ভাবে বাড়াতে হবে। সেই সাথে নতুন বৃদ্ধি করা খাতগুলো বাতিল করতে হবে। কিন্তু প্রশাসন থেকে কোন আশ্বাস না পেয়ে মঙ্গলবার থেকে চূড়ান্ত আন্দোলনে নামে আন্দলোনকারীরা।

এদিকে গত মঙ্গলবার সাড়ে ৯ টায় ডায়না চত্ত্বর থেকে মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ১০টার দিকে প্রশাসন ভবন অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় তারা ‘বাবার রক্ত যদি সেই চুষতে হবে, প্রাইভেট না হয়ে পাবলিক কেন তবে?’, ‘ছাত্রের টাকায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নয়’, ‘অভাবের তাড়নায় আত্মহত্যা হয়, যে বিশ্ববিদ্যালয়ে সেই ফী বাড়ে অপ্রয়োজনে,’ ‘হৈ হৈ রৈ রৈ টাকাগুলো যাচ্ছে কই?’, ‘এক দফা এক দাবি বেতন ফি কমাতে হবে’ এসব স্লোগান দিতে থাকে।
আন্দোলনের এক পর্যায়ে ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ও প্রক্টর(ভারপ্রাপ্ত) এ্যাসোসিয়েট প্রফেসর ড. আনিছুর রহমান ও সাবেক প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান উপস্থিত হন। আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন তারা। এসময় শিক্ষার্থীদের অনেকে গায়ে কেরোসিন ঢেলে ফি না কমালে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার আহবান জানায়। আন্দোলনরত এক ছাত্রী জ্ঞান হারালে তাৎক্ষণিক তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রশাসন ভবনের সামনে ২০১৭-১৮ ও ১৮-১৯ শিক্ষাবর্ষের ৪ জন শিক্ষার্থী দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেয়।

প্রশাসনিক ভবনের সামনে কয়েক ঘন্টা অবস্থানের পর দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে বিশ্বাবিদ্যালয় থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ ও শৈলকুপা রুটে শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো আটকে পড়ে।

এদিকে সার্বিক ব আন্দোলন কারীদের একজন বলেন, উপাচার্যের আশ্বাসে তারা এই মর্মে আন্দোলন প্রত্যাহার করেছে যে প্রশাসন অল্প সময়ের মধ্যে প্রত্যাহার করবে নতুবা আবারো আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে প্রশাসনকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments