বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeশিক্ষাবাউরেসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১১৩ টি গবেষণা প্রকল্প

বাউরেসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১১৩ টি গবেষণা প্রকল্প

রাফী উল্লাহ,বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় রিসার্চ সিস্টেমে (বাউরেস) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মোট ১১৩ টি গবেষণা প্রকল্পের অর্থায়ন করেছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বাউরেসের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে গবেষণা প্রকল্পের মনিটরিং এবং ইভালুয়েশন এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম মোস্তফা এই তথ্য জানান। তিনি বলেন, কৃষি সেক্টরে নতুন প্রযুক্তি উদ্ভাবনে গুণগত মানের গবেষণার বিকল্প নেই। আর দেশে কৃষি সেক্টর উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) অবদান সবচেয়ে বেশি। তাই বাকৃবিতে ১১৩ টি গবেষণা প্রকল্পের অর্থায়ন করেছে মন্ত্রনালয় যা অন্যান্য বিশ^বিদ্যালয়ের চেয়ে সবচেয়ে বেশি। বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় এবং পরিচালক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments