বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeশিক্ষাঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ২৩.৭২%

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ২৩.৭২%

সদরুল আইন: ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

এ বছর পাস করেছেন মাত্র ২৩ দশমিক ৭২ শতাংশ। ‘খ’ ইউনিটের ফলে বিপর্যয় নেমে এসেছে এ বছর। বাকি ৭৬ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

‘খ’ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ৯৫৪ শিক্ষার্থী। এদের মধ্যে ১৮ হাজার ৫৮১ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নম্বর-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন ভিসি আখতারুজ্জামান।

২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ১৮ জন। প্রতিটি আসনে লড়েছেন ১৯ শিক্ষার্থী।

পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে ১০ হাজার ১৮৮ জন পাস করেছেন। বাকিরা কেউ পাস নম্বরই ওঠাতে পারেননি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments