শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeশিক্ষারংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ মাসে বরখাস্থ ১০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ মাসে বরখাস্থ ১০

জয়নাল আবেদীন: মাদকাসক্ত গাঁজাভাঙ বিক্রি পুলিশের হাতে আটক হয়ে জেলহাজত সহ নানা অনিয়মের অভিযোগে গত ৩ মাসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৯ জনকে সাময়িক এবং ১ জনকে স্থায়ী বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । এদের মধ্যে ৩ জন কর্মকর্তা এবং বাকি ৭ জন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মচারি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য, প্রকাশ্যে শিক্ষককে গালিগালাজ করাসহ জুয়া, মদ, গাঁজা আর ফেন্সিডিল ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে বরখাস্থ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিনষ্টের দায়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চার জন কর্মচারীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন, সিনিয়র পিএ কাম কম্পিউটার অপারেটর রবিউল ইসলাম, নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম মিয়া ও রসায়ন বিভাগের ল্যাব এটেন্ডেন্ট মো. মালেক মিয়া। এছাড়াও ভ‚গোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে সেমিনার সহকারী মাসুম খানকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখায় কর্মরত কর্মকর্তা (সেকশন অফিসার গ্রেড-১) মোক্তারুল ইসলামকে দুই বোতল ফেন্সিডিলসহ আটক করে দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ। এঘটনায় পরদিন ২৮ জুলাই রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্থ করা হয়। সেই মামলায় তিনি গ্রেফতার হলেও এখন জামিনে আছেন বলে জানা যায়। এছাড়াও মাদকের সাথে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মচারী হাবিলদার সোহেল রানাকে স্থায়ীভাবে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ ২৪ অক্টোবর রংপুরের কাউনিয়া থেকে জুয়া মামলায় আটক হন বিশ্ববিদ্যালয়ে কর্মরত পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার এস এম আব্দুর রহিম। কাউনিয়া থানা পুলিশ তাদেরকে জুয়ার স্থান নিজপাড়া মৌজার বাসস্ট্যান্ডের নিকটস্থ টিনের ঘর থেকে গ্রেফতার করে সরাসরি জেল হাজতে পাঠায়্। এ অপরাধের দায়ে এই দুই কর্মকর্তাকে সাময়িক বহিস্কারের আদেশ জারি কেরেন কর্তৃপক্ষ। এছাড়াও মাদকের সাথে জড়িত থাকায় সাময়িক বহিস্কার হযেছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কর্মচারী রায়হান পদার্থবিজ্ঞান বিভাগে কর্মরত কর্মচারী এনায়েত এবং পরিসংখ্যান বিভাগের কর্মচারি রুবেল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments