বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক শিক্ষার্থী সোমবার সকালে ‘আত্মহত্যা’ করেছেন।
মৃত ইমাম হোসাইনের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়। তিনি কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী এবং বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র ছিলেন।
আত্মহত্যা করার আগের দিন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক অ্যাকাউন্টে ‘আল বিদা’ লিখে পোস্ট করেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এই বিষয়টির সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াতে আছি।’