বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeশিক্ষাগ্রেনেড হামলার স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

গ্রেনেড হামলার স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

ইউছুব ওসমান,জবি: ২১ শে আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলার বার্ষিকী উপলক্ষ্যে হামলার স্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ।

শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় হামলার স্থান বঙ্গবন্ধু এভিনিউয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হকের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ইতিহাসের নরকীয় গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, আজ ভয়াল ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশের ওপর গ্রেনেড হামালা চালানো হয়। এই বর্বরোচিত গ্রেনেড হামলার প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তত্কালীন বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এতে মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ ৫ শতাধিক মানুষ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments