বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeশিক্ষাকরোনায় আরো দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

করোনায় আরো দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

বাংলাদেশ প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুই সপ্তাহ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। তখন জানানো হয়েছিলো, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে।

এর আগেও করোনার জেরে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ছিল।

করোনা সংক্রমণের অজুহাতে নতুন করে অন্য সবকিছু সচল রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় এর সমালোচনা চলছে।

বর্তমানে সবকিছু সচল রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা যায়, করোনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে পূর্বের বছরের মতো ধাপে ধাপে বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments