বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeশিক্ষাআগামী জুনের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্কেট কেটে যাবে: প্রতিমন্ত্রী

আগামী জুনের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্কেট কেটে যাবে: প্রতিমন্ত্রী

ফেরদৌস সিহানুক শান্ত: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘আগামী জুনের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্কেট কেটে যাবে। বিশেষ করে সঙ্কট নিরসনে ইতোমধ্যে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে শুরু হয়েছে।’

রেবাবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনববাগঞ্জ পৌর এলাকার গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জেলার ৬৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিক্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, ‘প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আরো দুই ধাপে পরীক্ষা সম্পন্ন হবে। কাজেই জুনের মধ্যে ৪৫ হাজার শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেলে; প্রাথমিক বিদ্যালয় গুলোতে আর শিক্ষক সঙ্কেট থাকবে না।’
তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভেবে প্রধানমন্ত্রী বিস্কুটের (টিফিন) ব্যবস্থা করেছেন। যে সব স্কুলের শিক্ষার্থীরা এখনও টিফিনে বিস্কুট পায়নি; ওই সব স্কুলে আগামী মাসের মধ্যে টিফিনের ব্যবস্থা করা হবে। করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাজার টাকা করে কিডস অ্যালাউন্স দেওয়া হয়েছে। প্রায় সব টাকা দেওয়া শেষ। এখনও কিছু কারণে ৮০০ কোটি টাকা দেওয়া বাকি আছে। খুব তাড়াতাড়ি এসব টাকা শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে সাজাতে শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নয়ন করেছেন।২০৪১ সালের মধ্যে সোনার বাংলা র্নিমাণে শিক্ষার কোনো বিকল্প নেই। দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে, এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণাধীণ। এতো এতো শিক্ষার অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, শিক্ষার মান যেন তলানিতে না যায়।’

শিক্ষকদেরে উদ্যেশে তিনি বলেন, ‘আপনারা শিক্ষার্থীদের ভালো করে পড়া লিখা করাবেন । আপনাদের যে সব সমস্যা আছে, আমাদের জানাবেন। আমরা আপনাদের দাবিশুনে পূরণের চেষ্টা করবো।’

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস , সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা পুলিশ সুপার একেএম আব্দুর রকিব প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments