বাংলাদেশ প্রতিবেদক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরেন্দ্রর ‘শবর নৃ-গোষ্ঠী একটি জাতিতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান’ শীর্ষক অভ্যন্তরীণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর ) অনুষদ ভবনের ১০৩ নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১ টায় ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে সেমিনারটিতে সভাপতিত্ব করেন,ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড.আবু শিবলী মো. ফতেহ্ আলী চৌধুরী এবং প্রবন্ধ উপস্হাপক হিসেবে ছিলেন প্রফেসর ড. মো.সাইফুদ্দিন চৌধুরী ও আলোচক হিসেবে ছিলেন ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার মৌ।এসময় আরো উপস্হিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান এবং ড.এরশাদুল হকসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Previous articleচাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু
Next articleশাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকী’র নামে সড়ক উদ্বোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।