তাসদিকুল হাসান, জবি ঃ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিনা বিচারে কারাবন্দির এক বছর অতিবাহিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (২৮ আগস্ট) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এসময় সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, খাদিজাতুল কুবরাকে বিনা বিচারে ৩৬৫ দিন জামিন না দিয়ে কারাগারে আটক রাখা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। খাদিজার আটকের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছে সরকার। এ ভয়ের সংস্কৃতি এতটাই প্রখর হয়েছে যে তার কারণে খাদিজার উপর চলমান অন্যায় ও জুলুমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকেরা মুখ বন্ধ করে আছে। এটা চলতে পারে না।
এসময় খাদিজাতুল কুবরার মা বলেন, আমার মেয়ের সহপাঠীরা আমার মেয়ের জামিন চাচ্ছে, মুক্তি চাচ্ছে এ জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র অনুষ্ঠান সঞ্চালনা করার কারণে আমার মেয়ে এক বছর ধরে কারাগারে বন্দি জীবন যাপন করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমার মেয়ের একটি বছর পড়াশোনা থেকে দূরে সড়ে গেল, আমি চাই আমার মেয়ে দ্রুত মুক্তি পেয়ে যেন আবার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ফিরতে পারে। আমার অনেক কষ্ট হয় আজ একটা বছর আমার ও সাথে নেই। আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। আমার এখন রাতে ঘুম হয় না।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, খাদিজাকে যে অভিযোগের প্রেক্ষিতে মামলা দেওয়া হয়েছে তা কখনোই রাষ্ট্রদ্রোহী হতে পারে না। খাদিজা যে প্রশ্নগুলো করেছিল সঞ্চালনার দায়িত্ব পালন করতে গিয়ে সে প্রশ্নগুলো সকল সাধারণ মানুষের মনের কথা। আমরা আজকে খাদিজার মুক্তি নিয়ে লড়াই করছি, এটা শুধু খাদিজার মুক্তির জন্য নয়, এটা আমাদের সকলের মুক্তির লড়াই।