রবিবার, মে ৫, ২০২৪
Homeআইন-আদালতসিরাজদিখানে ২ বেকারীকে জরিমানা

সিরাজদিখানে ২ বেকারীকে জরিমানা

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাজারের ২ বেকারীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ শাখা অফিস। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিষ্ঠানটি এখানে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়ে বাজারের আশা বেকারী ও হক বেকারী ২টি প্রতিষ্ঠান অনুমোদন বিহীন এমোনিয়াম সালফেট ব্যবহার করে বেকারী পন্য উৎপাদন করছিল। এ সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করাসহ বিএসটিআই  অনুমোদন ব্যতিত বেকারীর পন্য উৎপাদন ও বিপণন কাজে ব্যস্ত ছিল এখানকার কর্মচারীরা। এসব একাধিক অভিযোগের ভিত্তিতে ঐ ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো: আব্দুস সালাম। সিরাজদিখান থানা পুলিশের একটি  টিম ও  সিরাজদিখান উপজেলার নিরাপদ  খাদ্য পরিদর্শক শাহালম মিয়া অভিযানে সহযোগিতা করেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments