বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
Homeশিক্ষাইউজিসির এপিএ মূল্যায়নে ছয় ধাপ এগিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 

ইউজিসির এপিএ মূল্যায়নে ছয় ধাপ এগিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 

বিমল কুন্ডু, : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইউজিসি’র ২০২২- ২৩ শিক্ষা বছরের কর্মসম্পাদন চুক্তি ( এপিএ) মূল্যায়নের ফলাফলে ৬ ধাপ এগিয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নের ফলাফল অনুযায়ী দেশের ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৫.৯৮ পয়েন্ট পেয়ে ২৩ তম স্থান পেয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আজ ৪ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা শাহ আলি এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রমতে, গত বছরের তুলনায় ১৯.৪০ পয়েন্ট বেশী পেয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। গত ৩১ আগষ্ট ইউজিসির সচিবালয় ও প্রশাসন বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক  জাভেদ ইকবাল জানান, রবীন্দ্র  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব  অবকাঠামো না থাকলেও  শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার ধারায় অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছে। চলতি বছরের জুন মাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সফলভাবে প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে। তিনি আরও জানান,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আর্থ-সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষিত নিয়ে গবেষণার প্রবণতা এবং আগ্রহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আজকের অবস্থানে নিয়ে এসেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান, ২০২১ সালের ৮ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মো: শাহ্ আজম। তাঁর সুযোগ্য নেতৃত্ব, নিরলস পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তাশক্তির মাধ্যমে একদল তরুণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একত্রিত প্রচেষ্টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এপিএ তে বিভিন্ন সূচকে পূর্বের তুলনায় অগ্রসরমান হয়েছে।
এদিকে, এপিএ মূল্যায়নের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম বলেন , “বিশ্ববিদ্যালয়টির অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও  আমাদের শিক্ষকেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন,  যেন কবিগুরুর নামের প্রতি সুবিচার করা সম্ভব হয়। এ অর্জন নিঃসন্দেহে আমাদেরকে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রেরণা যোগাবে। আমরা গভীরভাবে বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, আমরা তা বাস্তবে রূপদান করতে সমর্থ হবো। আমরা আশা করি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় খুব দ্রুত বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজের জায়গা করে নিতে সক্ষম হবে।”
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments