মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeবিনোদনঅভিনেতা এটিএম শামসুজ্জামান আবারও হাসপাতালে

অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারও হাসপাতালে

বাংলাদেশ প্রতিবেদক: অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ হওয়ায় সোমবার তাকে আবারও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল।

কোয়েল বলেন, বাবার মূলত গ্যাসট্রিক ও মলত্যাগজনিত সমস্যা। এর আগে এ সমস্যাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আবার সেটি শুরু হলে ডাক্তার দেখাতে এলে ডাক্তার তাকে ভর্তির জন্য নির্দেশনা দেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, অতিরিক্ত গ্যাস্ট্রিকজনিত সমস্যায় বাবার নাকে পাইপ লাগিয়ে গ্যাস বের করা হয়েছে। ওষুধ দেয়ার পর এখন বিশ্রামে আছেন, তবে পুরোপুরি সুস্থ নন।

ডাক্তার বলেছেন ভয়ের কোনো কারণ নেই, আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

এর আগে একই সমস্যার কারণে ২৬ এপ্রিল রাতে এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে তার অবস্থা অবনতি হলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments