বাংলাদেশ প্রতিবেদক: সপ্তসুরের পঞ্চম নিবেদন রবীন্দ্রনাথের বর্ষার গান অনুষ্ঠিত হলো গতকাল ধানমণ্ডি ক্লাবে।

শিল্পী তনুশ্রী দীপক, জয়ন্ত আচার্য্য, গোলাম হায়দার, সুস্মিতা মণ্ডল, রমা বাড়ৈ, সুমাইয়া ফারহা খান , নাসরীন আক্তার, কাকলী মনি, প্রান্তিকা সরকার এবং বীথি পাণ্ডে সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের সাংস্কৃতিক মানচিত্র। আমাদের সকল ঋতু তাঁর গানে প্রাণ পেয়েছে। বাংলার বর্ষা এক অনন্য ঋতু। রবীন্দ্রনাথের গান ছাড়া বর্ষাকে অনুভব করা অসম্ভব।’ শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের আহ্বায়ক প্রকৌশলী নূরুস সাফা। সঞ্চালনায় ছিলেন গানবন্ধু গোলাম ফারুক। সার্বিক সহযোগিতায় ধ্রুব মিউজিক স্টেশন।

Previous article১০০ তরুণীর সাথে প্রেম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
Next articleশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শুরু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।