বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাঅপরিণত শিশু জন্ম হয় বিশ্বের এমন ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম

অপরিণত শিশু জন্ম হয় বিশ্বের এমন ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম

জয়নাল আবেদীন: প্রতি বছর সারাবিশ্বে এক কোটি পঞ্চাশ লক্ষ অপরিণত শিশূ জন্ম গ্রহণ করে অর্থাৎ প্রায় প্রতি দশ জনে একজন অপরিণত শিশু জন্ম নেয়। এর মধ্যে এক লক্ষশিশূ জন্মের পর পরই মৃত্যুবরন করে। দেশে অপরিণত শিশুর জন্ম হার বেড়ে গেছে এবং সংখ্যার বিচারে বেশি সংখ্যক অপরিণত শিশুজন্ম হয় এমন ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম । এই ১০টি দেশে সারাবিশ্বের শতকরা ৬০ ভাগ অপরিণত শিশু জন্ম গ্রহন করে। আফ্রিকা এবং দক্ষিণপূর্ব এশিয়ায় বিশ্বের শতকরা ৮১ ভাগ অপরিণত শিশুজন্ম গ্রহন করে। । সারাবিশ্বে ১৭ই নভেম্বর অপরিণত শিশু দিবস হিসাবে পালিত হওয়ার প্রাক্কালে শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব চিত্র তুলে ধরেন সেরকরকারি সংস্থা ল্যাম্ব কর্মকর্তাগণ ।এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ”সময়ের আগেই জন্ম গ্রহণঃ সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক সেবা প্রদান”। সংবাদ সম্মেলনে রংপুর সিভিল সার্জন ডাঃহিরম্বর কুমার রায়, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি এন্ড অবস্ বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কামরুন নাহার জুঁই, ডাঃমরিয়ম বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মোজাম্মেল হক,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক ডা: আরিফিন অমল ইসলাম, মো: আশরাফুল আলম মন্ডল উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন । সংবাদ সম্মেলনে বলা হয় নবজাতকসহ শিশু মৃত্যর প্রধান কারণ অপরিণত শিশুজন্মের জটিলতা। বাংলাদেশে শতকরা ৭৫ ভাগ নবজাতকের মৃত্যুর প্রধান তিনটি কারন হল-অপরিণত শিশুজন্ম জনিতজটিলতা, গর্ভকালীন সময়ের জটিলতা যেমন-শ্বাসরুদ্ধতা এবং সংক্রমন। ২০১৪ সালে বাংলাদেশে মোট শিশু জন্মের শতকরা ১৯ ভাগই ছিল অপরিণত শিশু। অপরিণতশিশুমৃত্যু প্রতিরোধ করার জন্য বর্তমান সরকার অত্যন্ত সচেষ্ট। ক্যাংগারু মাদার কেয়ার সহ অপরিণত শিশুমৃত্যুর হার কমানোর জন্য বর্তমানে সরকারী হাসপাতাল গুলোতে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে । এ লক্ষ্যে বর্ন অন টাইম প্রকল্পটি প্ল্যানইন্টার ন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় ল্যাম্ব কর্তৃক রংপুর জেলার ৬টি উপজেলায় (মিঠপুকুর, পিরগঞ্জ, তারাগঞ্জ, গংগাচড়া, কাউনিয় ও পীরগাছা) ২০১৬ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments