শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeতথ্যপ্রযুক্তিবাংলাদেশি দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক

বাংলাদেশি দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক

বাংলাদেশ ডেস্ক: ধর্মীয় উসকানিসহ বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগে বাংলাদেশের দুটি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক।

‘ডনস টিম’ ও ‘ক্রাফ’ নামে বাংলাদেশের দুটি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির আইডি হ্যাক করে ধর্মীয় উসকানিসহ বিভিন্ন অপপ্রচারের প্রমাণ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই দুটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ ডিসেম্বর) ফেসবুক থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ডনস এবং ক্রাফ একত্র হয়ে বিভিন্ন আইডি এবং পেজ নানান অজুহাতে রিপোর্ট করতে থাকে। আইডি নিষ্ক্রিয় করার পর সেসব আইডি ও পেজের দখল নিতে কাজ করত গ্রুপ দুটি। অ্যাকাউন্টের দখল নিতে অ্যাকাউন্টের বৈধ ব্যবহারকারীর ইমেইল এবং ডিভাইস-মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেছে হ্যাকাররা। অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করে সেগুলো নিজেদের কনটেন্ট ছড়ানোর কাজে ব্যবহার করত বলে তদন্তে বেরিয়ে এসেছে বলে জানায় সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ।

এই দুটি গ্রুপ ধর্মীয় উসকানিসহ বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে এমন অ্যাকাউন্ট ও পেজগুলো ইতোমধ্যেই সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক। পাশাপাশি ব্যবহারকারীদের সতর্ক হতে এবং নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে। এরই অংশ হিসেবে সন্দেহজনক লিংকে ক্লিক করা এবং নির্ভরযোগ্য নয়-এমন উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ফেসবুক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments