বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকতাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্তে সেনা প্রধানসহ নিহত ৮

তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্তে সেনা প্রধানসহ নিহত ৮

বাংলাদেশ ডেস্ক: তাইওয়ানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সামরিক বাহিনীর প্রধানসহ ৮ জন নিহত হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি অবতরণ করেছিল। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার সময় জেনারেল সেন ই মিং-সহ ১২ কর্মকর্তা ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন। এটি রাজধানী তেইপেইয়ের কাছে জরুরি অবতরণ করে। সে সময় আবহাওয়া বেশ খারাপ ছিল।
প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বাকিরা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে।
তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনাঘাঁটিতে যাচ্ছিলেন সেনা প্রধান ও অন্যান্য কর্মকর্তারা। সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের বিমান বাহিনী আরও দু’টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ জন সেনা সদস্যকে ওই এলাকায় মোতায়েন করেছে।
স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে কপ্টারটি জরুরি অবতরণ করে। এর আগে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments