বুধবার, মে ৮, ২০২৪
Homeআন্তর্জাতিকপেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

বাংলাদেশ ডেস্ক: পেঁয়াজ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান এক টুইট বার্তায় এ তথ্য জানান। বলেন, চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলনের পাশাপাশি বাজারে দাম স্থিতিশীল থাকায় এটি রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেল বছরের সেপ্টেম্বরে বাংলাদেশসহ অন্য দেশগুলোতে পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। ঐ সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যার কারণে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারগুলোতে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর জেরে বাংলাদেশসহ অন্য দেশগুলোতে পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments