বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিকসংক্রমণে ফের নতুন রেকর্ড ভারতে, একদিনেই আক্রান্ত ২৮৬৩৭

সংক্রমণে ফের নতুন রেকর্ড ভারতে, একদিনেই আক্রান্ত ২৮৬৩৭

বাংলাদেশ ডেস্ক: ভারতে করোনা ভাইরাস সংক্রমণে ফের নতুন রেকর্ড হলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বাধিক সংক্রমণ হয়েছে। দেশটিতে শনিবার সকাল ৮ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৮ হাজার ৬৩৭ জন শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে কোভিড রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৮ লাখ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৩৭ জন। দেশটিতে একদিনে আক্রান্তের হিসাবে এটিই সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩।

দেশটিতে ইতিমধ্যেই করোনায় মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৭৪ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫১ জনের।

তবে সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার হারও বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬০০।

এর পরই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ২২৬। এর পর রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৯২১ জন। এরপর রয়েছে গুজরাট (৪০,৯৪১), কর্নাটক (৩৬,২১৬), উত্তরপ্রদেশ (৩৫,০৯২), পশ্চিমবঙ্গ (২৮,৪৫৩)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments