বাংলাদেশ ডেস্ক: ভারতে করোনা ভাইরাস সংক্রমণ ও দৈনিক মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ছাড়িয়েছে। আর এর ফলে মোট আক্রান্ত ছাড়াল ৪৫ লাখ, যা বিশ্বের মধ্যে দ্বিতীয়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজার ৫৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন। বিশ্বে এটি দ্বিতীয়। ভারতের উপরে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৩ লাখ ৯৬ হাজার।
আর ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ২০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট ৭৬ হাজার ২৭১ জনের প্রাণ গেল করোনায়। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ২৮ হাজার ২৮২ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৮ হাজার ছাড়িয়েছে।
ভারতে আমেরিকা ও ব্রাজিলের চেয়ে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে প্রায় তিন গুণ হারে। সংক্রমণ হারও আট শতাংশের উপরে