বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিকইন্দিরাসহ ভারতীয় নারীমাত্রই সেক্সি না: সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ইন্দিরাসহ ভারতীয় নারীমাত্রই সেক্সি না: সাবেক মার্কিন প্রেসিডেন্ট

বাংলাদেশ ডেস্ক: হোয়াইট হাউস সম্প্রতি কিছু গোপন অডিও টেপ প্রকাশ করেছে। সেসবের অংশ বিশেষ নিয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ও পুলিৎজার পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া লেখক গ্যারি জে ব্যাসের বই দ্য ব্লাড টেলিগ্রামের দ্বাদশ এডিশন প্রকাশ করেছে আমাজন । এ বইতে লেখক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট নিক্সনের বর্ণবাদী দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরেছেন।

গ্যারি জে ব্যাসের লেখার অংশবিশেষ নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে। নিক্সন বলেছিলেন, ভারত-পাকিস্তান-বাংলাদেশের নারীরা ( অখন্ড ভারত) আফ্রিকান নারীদের থেকেও কুৎসিত। এসব কথাবার্তার টেপগুলো পর্যালোচনা করে ৩ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস।

১৯৭১ সালের জুন মাসে ওভাল অফিসে নিক্সন, কিসিঞ্জার ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ এইচ আর হ্যাল্ডম্যানের কথাবার্তা ছিল এমন, নিক্সন বলছেন, ভারতীয় নারীরা একেবারে যৌন আবেদনহীন, কিছুই নেই। আমি বোঝাতে চাচ্ছি, লোকে বলে, কৃষ্ণাঙ্গ আফ্রিকানরা কেমন? তুমি তাদের মধ্যেও কিছু না কিছু দেখার মতো পাবে। তার মানে, তাদের মধ্যেও অন্য প্রাণীদের মতো কিছু আকর্ষণ আছে; কিন্তু হায় ঈশ্বর, ওই ভারতীয়রা যাচ্ছেতাই।

১৯৭১ সালের ৪ নভেম্বর, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন প্রেসিডেন্ট নিক্সন। বৈঠকের বিরতিতে কিসিঞ্জারের কাছে নিক্সন বলেন, আমার মনে হয়, এরা আমাকে নিস্তেজ করে ফেলে। কি আলাপ করবো, এ নারী বারবার আমাকে নিস্তেজ করে ফেলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments