বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিকযে ৪ মুসলিম দেশের ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে ইসরাইল

যে ৪ মুসলিম দেশের ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে ইসরাইল

বাংলাদেশ ডেস্ক: ২০২১ সালে ইসরাইলের জন্য সবচেয়ে বড় হুমকি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। সম্প্রতি এমনই একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিস।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করায় ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়। এ সময় ইসরাইলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে দখলদার সরকারকে পরামর্শ দিয়ে বলেছে, ২০২১ সালে মিসর, জর্ডান ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। একই সঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে। হামাসের সামরিক হামলা ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments