শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকতুষারপাতে বিপর্যস্ত টেক্সাস, পানি সঙ্কটে ১৩ লাখের বেশি মানুষ

তুষারপাতে বিপর্যস্ত টেক্সাস, পানি সঙ্কটে ১৩ লাখের বেশি মানুষ

বাংলাদেশ ডেস্ক: তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। অঞ্চলটিকে এরইমধ্যে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে যাওয়ার কথা রয়েছে তার। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক কাজ চললেও খাবার পানির সঙ্কটে রয়েছেন ১৩ লাখের বেশি মানুষ। তাদের সহায়তায় গঠন করা হচ্ছে কেন্দ্রীয় ত্রাণ তহবিল।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাপিটল হিলের সামনের দৃশ্যে দেখা যায় শুধুই বরফের পাহাড়। দেশটিতে টানা তুষারপাতে অন্যান্য স্থানের মতো রাজধানীও আচ্ছাদিত বরফে। শুধু রাজধানী ওয়াশিংটন নয় তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আরো বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এরমধ্যে টেক্সাসের অবস্থা সবচেয়ে বেশি সচনীয়। বিদ্যুত এবং গ্যাস সরবারহ ব্যাহত হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি সরবারহ।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, পানি সঙ্কটের কারণে ১৩ লাখের বেশি মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। তবে তুষার সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিতরণ করা হচ্ছে খাওয়ার উপযোগী গরম পানি।

এমন পরিস্থিতিতে টেক্সাস অঙ্গরাজ্যকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। পরিস্থিতি পর্যবেক্ষণে সফরে যাবেন জো বাইডেন। অঞ্চলটির মানুষের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে গঠন করা হচ্ছে ত্রাণ তহবিল।

এদিকে, প্রবল তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার জনজীবন। অব্যাহত তুষারঝড়ে বিভিন্ন স্থানে কয়েক ইঞ্চি পর্যন্ত বরফ জমে গেছে। ফলে বন্ধ রয়েছে বেশ কয়েকটি মহাসড়কের যান চলাচল।

এখানে প্রায় ৫শ’ গাড়ি আটকা পড়েছে। কর্তৃপক্ষ বরফ পরিষ্কার করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে। সবাইকে সাবধানে গাড়ি চালাতে বলা হয়েছে।

এছাড়াও, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তুষারপাত অব্যাহত রয়েছে। দেশগুলোর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তুষারপাত চলতে থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments