বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৭শ'র বেশি মৃত্যু

যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৭শ’র বেশি মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দেশটিতে একদিনে ১ হাজার ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত ১ লাখ ৭০ হাজারের বেশি।

অক্টোবরের শেষে দেশটিতে ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দেয়া হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অস্ট্রেলিয়ায় একদিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। ২৪ ঘন্টায় দেশটিতে ২ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে লকডাউন জারি করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এরই মধ্যে দেশটির সিডনি, নিউ সাউথ ওয়েলসসহ বেশ কয়েকটি শহর লকডাউনে রয়েছে। এদিকে, করোনা মহামারিতে সম্মুখসারিতে কাজ করা ১২ হাজারের বেশি মানুষকে নাগরিকত্ব দিয়েছে ফ্রান্স।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments