বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিকপাকিস্তানে তুষারপাতের ফলে গাড়িতে আটকে পড়ে ১৬ পর্যটক নিহত

পাকিস্তানে তুষারপাতের ফলে গাড়িতে আটকে পড়ে ১৬ পর্যটক নিহত

বাংলাদেশ ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত এক বিখ্যাত পাহাড়ি স্টেশনে প্রবল তুষারপাতের ফলে গাড়িতে আটকে পড়ে মারা গেছেন ১৬ পর্যটক। তারা দু’দিন ধরে আটকে থেকে মারা গেছেন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের বলেন, কমপক্ষে এক হাজার গণপরিবহন ওই প্রবল তুষারপাতের কারণে আটকে পড়েছে। এ কারণে মারি শহরের ভিতরে ও বাইরের সড়কগুলো এখন বন্ধ আছে। ওই শহরটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৬৫ কি.মি. দূরে অবস্থিত।

তিনি বলেন, ১৬ থেকে ১৯ ব্যক্তি (পর্যটক) এ দুর্ঘটনায় মারা গেছেন। মারা যাওয়া এসব ব্যক্তির মধ্যে নারীরাও ছিলেন। তারা প্রবল শীত, খাবারের অভাব ও ওষুধের অভাবে মারা গেছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে উদ্ধার অভিযান চালাতে আদেশ দেয়া হয়েছে।

সূত্র : ইয়েনি শাফাক

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments