বাংলাদেশ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দলের আরো দুই বড় নেতা।

পাকিস্তানের সংবাদপত্র ডন অনলাইনের খবরে বলা হয়েছে, তাদের লংমার্চ ওয়াজিরাবাদে গেলে সেখানে তারা গুলিবিদ্ধ হয়েছেন।

পিটিআই নেতা ফারুক হাবিব জানিয়েছেন, এ ঘটনায় সিনেটর ফয়সাল জাবেদও আহত হয়েছেন। লংমার্চে তাদের বহনকারী গাড়িতে গুলি চালালে তারা আহত হন।

ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

সন্দেহভাজন হামলাকারীকে উদ্ধারের কথা জানিয়ে পাকিস্তানের অপর গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

খবরে আরো প্রকাশ, সিনেটর ফয়সাল জাভেদ জানিয়েছেন, হামলায় একজন পিটিআই-কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দলের অপর নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, এটি একটি ‘লক্ষ্যস্থির করা আক্রমণ’ ছিল। ইমরান খানের পায়ে গুলি লেগেছে। এ ঘটনায় আহমদ ছাত্তা ও ফয়সাল জাভেদসহ আরো তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন  বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছে: রেলমন্ত্রী

পিটিআইর লংমার্চের সপ্তম দিনে আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটলো।

Previous articleপাঁচবিবিতে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Next articleসুন্দরগঞ্জে জেলহত্যা দিবস পালিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।