প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বারোয়ারী মন্দির চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্টমন্ত্রনালয় বিষয়ক সংদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে হক, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক সুমন চৌধুরী, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, জেলা আওয়ামীলীগের সদস্য মাসুদা বেগম ঝর্ণা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগাঠনিক সম্পাাদক আরিফ রাব্বানী ইস্ত্রি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক আঞ্জুয়ারা বেগম আঞ্জু প্রমুখ। এর আগে সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৃথক একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।

আরও পড়ুন  বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কর্মী সমর্থকদের বিজয় মিছিল
Previous articleডিআইজি মিজান চাকরি থেকে বরখাস্ত
Next articleপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।