আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি আফরুজা বারীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালী সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম আলম, সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান, আব্দুল হান্নান। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম করির মুকুল, আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মঞ্জুরুল হক প্রামাণিক বকুল, কৃষি বিষয়ক সম্পাদক শফিউদ্দৌলা পাভেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুবলীগ নেতা মিজানুর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশিকুজ্জামান প্রামাণিক তুহিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, ছাত্রলীগ নেতা রুহুল আমীন প্রামাণিক, রতন মিয়া, আসাদুজ্জামান নুর, সুমন মিয়া প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বের আর কোথাও ঘটেনি। জেলে বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী কুশিলবদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

আরও পড়ুন  মহেশখালীতে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে টমটম উল্টে প্রাণ গেল চালকের
Previous articleপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ
Next articleপাখি শিকারের অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।