বাংলাদেশ ডেস্ক: ব্রিটেনে আর্কটিক ব্লাস্টের কারণে প্রবল ঠাণ্ডা পড়েছে। সোমবার তুষারপাত এবং বরফের কারণে বিমান, বাস ও রেল পরিবহন ব্যাহত হয়েছে। একটি পরিকল্পিত জাতীয় রেল ধর্মঘটের এক দিন আগে এটি ঘটে। ইতোমধ্যেই এই ধর্মঘট পরিবহনে বিপর্যয় সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছিল।

এদিকে রোববার বার্মিংহামের কাছে একটি বরফের লেকে খেলতে থাকা তিনটি শিশু ডুবে মারা গেছে। তাদের বয়স আট, এগারো এবং বারো। ছয় বছর বয়সী চতুর্থ একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিষেবা কর্মীরা সারা রাত ধরে আরো দুটি শিশুর সন্ধান করেছিল যারা এই দলের সাথে ছিল বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, শীতকালে বিদ্যুৎ সংকটের ক্ষেত্রে দুটি কয়লা স্থাপনা বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

অস্বাভাবিক ঠাণ্ডার কারণে অনেক এলাকায় স্কুল বন্ধ ছিল।

Previous articleএনায়েতপুরে ছুরিকাঘাতে শ্রমিক খুন, খাল হতে লাশ উদ্ধার
Next articleকলাপাড়ায় শিক্ষক সমিতি’র দু-পক্ষের বিরোধ চরমে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।