বাংলাদেশ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে।

 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, তুরস্কের নিহতের সংখ্যা ১৪ হাজার ১৪ জন। আর আহত হয়েছেন ৬৩ হাজার।

এছাড়া ৬ হাজার ৪০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাজিয়ানটেপ প্রদেশের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় এ তথ্য জানান।

অপরদিকে, সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬২ জন।

ফলে দুই দেশে ওই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৭৬ জন।

স্থানীয় সময় সোমবার ভোর রাত ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় দক্ষিণ-পূর্ব তুরস্ক ও পার্শ্ববর্তী সিরিয়ার সীমান্ত এলাকায়।

এ ভূমিকম্পের পর আরো ছয়টি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

তবে বড় ঝাঁকুনির প্রায় ১২ ঘণ্টা পর আরো একটি শক্তিশালী (৭.৫ মাত্রার) ভূমিকম্প অনুভূত হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু জানিয়েছেন, তার দেশের ১০টি শহর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হতেয়, ওসমানিয়া, আদিয়ামান, মালাত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকি ও কিলিস।

সূত্র : আলজাজিরা

আরও পড়ুন  আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি: ওবায়দুল কাদের
Previous articleরংপুরে ২ বোনকে হত্যা মামলার রায়ে এক যুবকের মৃত্যুদণ্ড, অপরজনের ৭ বছর কারাদণ্ড
Next articleফজর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল, জুলাই থেকে কার্যকর
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।