বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeআইন-আদালতর‌্যাব আর পুলিশের উপর নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়: রংপুর...

র‌্যাব আর পুলিশের উপর নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়: রংপুর বিভাগীয় কমিশনার

জয়নাল আবেদীন: রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম বলেছেন র‌্যাব আর পুলিশের উপর নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একার পক্ষে মাদকদ্রব্যও নিয়ন্ত্রন করা সম্ভব নয়। আমরা যদি সকলে এক সাথে কাজ করি তা হলে আমাদের সকল কিছু করা সম্ভব। রংপুর বিভাগে সার্বিক উন্নয়নের দিকে থেকে অনেকটা পিছিয়ে উল্লেখ করে সদ্য যোগদানকারী রংপুরের বিভাগীয় কমিশনার বলেছেন, আমরা যদি আমাদের দায়িত্ব সবাই মিলে আন্তরিক ভাবে পালন করি তা হলে এই এলাকার উন্নয়ন তরান্বিত হবে। তিনি সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদক আর জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এর সাথে জড়িত কাউকে কোন ছাড় দেওয়া হবেনা বলে জানান তিনি। সদ্য যোগদানকারী এই কর্মকর্তা আরো বলেন. আমরা যদি আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করি তা হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আমরা উন্নত দেশের দিকে যেতে চাই। রংপুর বিভাগ কারিগরি শিক্ষার দিক থেকে পিয়ে আছে জানিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে হলে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। বিভাগীয় কমিশনার বলেন, রংপুর বিভাগে কৃষি প্রধান এলাকা এখানে প্রচুর ধান, আলুসহ নানান ধরনের শষ্য উৎপাদন হয়। এখানে এগ্রোবেজ শিল্প কারখানা গড়ে তুলতে সহযোগীতা করার কথা জানান তিনি। রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আওয়ামীগের সভাপতি সফিয়ার রহমান, রংপুর চেম্বারের সভাতি মোস্তফা সরোয়ার চৌধুরী টিটু, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments