শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeআইন-আদালতকলাপাড়া কৃষি কর্মকর্তাকে শোকজ, সিআইডি পরিদর্শককে আদালতে তলব

কলাপাড়া কৃষি কর্মকর্তাকে শোকজ, সিআইডি পরিদর্শককে আদালতে তলব

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নানকে শোকজ ও সিআইডি,পটুয়াখালী’র পরিদর্শক নূরে আলম সিদ্দিকীকে কেস ডকেট সহ তলব করেছেন বিজ্ঞ আদালত। সোমবার (৯ডিসেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত এ পৃথক আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, কলাপাড়া পৌরশহরের বীজ ডিলার গৌতম চন্দ্র হাওলাদার ব্যবসা সংক্রান্ত টাকা পয়সার লেন দেন ও পাওনা নিয়ে জনৈক আবু জাফরের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১৮ জুলাই ২০১৭ একটি নালিশী মামলা আনয়ন করেন। বিজ্ঞ আদালত মামলায় বর্নিত অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু কৃষি কর্মকর্তা দীর্ঘদিনেও আদালতের নির্দেশ পালন না করায় সোমবার বিজ্ঞ আদালত তাকে শোকজ করেন। একই সাথে আগামী ধার্য তারিখে তাকে প্রতিবেদন সহ আদালতে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে আদেশ প্রদান করেন। অপরদিকে একই দিন বিজ্ঞ আদালত উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের আলাউদ্দীন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক নূরে আলম সিদ্দিকীকে কেস ডকেট সহ আদালতে তলব করেন। সিআইডির উক্ত তদন্তকারী কর্মকর্তার ভুল তথ্য সম্বলিত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী পক্ষের নারাজী আবেদনের শুনানী শেষে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন। কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ আইনজীবী নাথুরাম ভৌমিক ও খন্দকার নাসির উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments