শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার ঠিকানায় পৌঁছাতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার ঠিকানায় পৌঁছাতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী

আব্দুদ দাইন: তথ্য প্রতিমন্ত্র্রী ডাঃ মুরাদ হাসান এমপি বলেন, বাঙালির মুক্তির একমাত্র সফল নেতা বঙ্গবন্ধু। বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার ঠিকানায় পৌঁছাতেই হবে। সেই স্বপ্ন পূরণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত পরিকল্পনা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ অর্জনে এগিয়ে চলেছি। কোন শক্তি আমাদের রুখতে পারবেনা। মৌলবাদ দেশের জন্য অভিশাপ। বাংলার এই মাটিতে কোন অপশক্তি যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে । মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ঋণ কোনদিন শোধ করা যাবেনা। সোমবার পাবনার সাঁথিয়ায় সাঁথিয়া হানাদারমুক্ত দিবস পালন উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভার প্রধান বক্তা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ নিয়ন্ত্রন করা গেলেও রাজাকার আল বদর নিশ্চিহ্ন কার যায়নি। সে ব্যাপারে নতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। সভায় আর বক্তব্য দেন, সাাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আ’লীগ নেতা হাসান আলী খান,রবিউল করিম হিরু, পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক,সাবেক কমান্ডার আঃ লতিফ প্রমুখ। ১৯৭১ সালে ৯ডিসেম্বর সাঁথিয়া পাক হানাদার মুক্ত হয়েছিল। এর আগে প্রধান অতিথি সাঁথিয়া প্রেসক্লাবের দ্বিতীয় তলা নির্মাণ কাজের উদ্বোধন ও সাঁথিয়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে যোগদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments