বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআইন-আদালতপিকে হালদারের অর্থ লোপাট: পিপলসের চার কর্মকর্তাকে দুদকে তলব

পিকে হালদারের অর্থ লোপাট: পিপলসের চার কর্মকর্তাকে দুদকে তলব

বাংলাদেশ প্রতিবেদক: পিকে হালদারের ৩ হাজার ছয়’শ কোটি টাকা লোপাটের ঘটনার অনুসন্ধানে পিপলস লিজিং’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামী হুদাসহ চার জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষরিত চিঠিতে তাদের তলব করা হয়।

তলব করা অন্যান্যরা হলেন পিপলস লিজিং’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আহমেদ জামাল, হেড অব ক্রেডিট মাহামুদা কায়সার এবং সিএফও মানিক লাল সমাদ্দার।

আগামী ১৪ জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আত্মীয় স্বজনের নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে অর্থ আত্মসাৎ করেন পি কে হালদার। এছাড়া কোম্পানির স্থাবর সম্পদও বিক্রি করেন পিকে হালদার। অনুসন্ধানের স্বার্থে এসব তথ্য উদঘাটনেই এই জিজ্ঞাসাবাদ বলে উল্লেখ করা হয় চিঠিতে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments