মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeআইন-আদালতনাফিজ সরাফতের দুবাইয়ের দুই ফ্ল্যাট জব্দের আদেশ

নাফিজ সরাফতের দুবাইয়ের দুই ফ্ল্যাট জব্দের আদেশ

বাংলাদেশ প্রতিবেদক: পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দুবাইয়ে দ্য সিগনিসার ভবনে তিন রুমের একটি ও দামাক হিল ভবনের পাঁচ রুমের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের অনুসন্ধান টিমের প্রধান কমিশনের উপপরিচালক মাসুদুর রহমান তার এ দুটি ফ্ল্যাট জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন।

এর আগে ৭ জানুয়ারি চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফাতের নামে রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। ফ্ল্যাট জব্দের পাশাপাশি নাফিজ সারাফত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি এবং প্লটও জব্দের আদেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments