রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসাহিত্যকবিতাপূর্ণিমায় প্রণয় মাতাল: আকিব শিকদার

পূর্ণিমায় প্রণয় মাতাল: আকিব শিকদার

পূর্ণিমায় প্রণয় মাতাল
আকিব শিকদার

পূর্ণিমায় তুমি আমি এক আঙিনায়, যেন ছোট্ট পুকুরে
প্রণয়মাতাল দু’টি হংসবলাকা
আজ শুধু সারা রাত হাতে হাত, জলের সঙ্গে যেমন
শরীরে শরীর সন্ধিবদ্ধ জলতরঙ্গ
তুমি মানে বারোহাত শাড়িময় আপাদমস্তক ঢাকা এক নারী।
চাঁদের আলোতে রুপালি পুকুরঘাট, ভাঙাগলায় প্রেমিকার
নাম ধরে গান গায় প্রেমিক কোকিল
আমার বাহুতে মাথা রাখো তুমি, আমাদের বুকের ভেতর
রক্ত হঠাৎ ছলাত ছলাত করে
তুমি মানে রোমাঞ্চ-চঞ্চল প্রেমের সূত্র জানা চপলা ঘরণী।
এসো পাশে ঘেঁষে ঘেঁষে বসি, খোঁপার বাঁধন খুলে দাও যদি
ব্যর্থ হবে আমার সন্ন্যাস-আরাধনা
প্রদীপ্ত চাঁদের মতো হাসি হাসব দু’জন, পলক না পড়া চোখে
দেখব তোমার ঠোঁটের কারুকার্য
তুমি মানে ধরণীর ঘরসংসারে চিরযৌবনা স্বর্গীয় অপ্সরা।
আকণ্ঠ করেছি পান মহুয়ার মদ, তোমার হাসির ঝঙ্কারে
ভেঙে যাক আজন্ম নিস্তব্ধ নীরবতা
ঘনীভূত হোক দু’জনার নিঃশ্বাস, জঠরে তোমার উঠুক বেড়ে
আমার রক্তবীজের স্বাস্থ্যবান শিশু।
তুমি মানে চিতাবাঘিনীর মতো সঙ্গমপ্রিয় লক্ষ্মী রমণী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments