শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসাহিত্যকবিতানষ্ট সময়ের খেরোখাতা - গোলাম কবির

নষ্ট সময়ের খেরোখাতা – গোলাম কবির

নষ্ট সময়ের খেরোখাতা
।। গোলাম কবির ।।

একটা সময় ছিলো যখন মানুষের
একান্ত ব্যক্তিগত কিছু বিষয় ছিলো,
এখন মানুষের ব্যক্তিগত বলতে কিছুই নেই!

একটা সময় ছিলো যখন মানুষ
নিজের কষ্ট আড়ালে লুকিয়ে মৃদু হাসিতে
অন্যদের কষ্ট ভুলিয়ে দিতো,
এখন মানুষ নিজের কষ্ট গুলো আর
লুকিয়ে রাখে না শামুকের মুক্তো লুকিয়ে
রাখার মতো বরং প্রকাশ্যে মিডিয়ার সামনে অবলিলায় বলে তার কষ্ট লাঘবের
জন্য সবারই কাছে সাহায্য চায়!

একটা সময় ছিলো যখন মানুষের
লজ্জাশরম ছিলো, ভালোবাসার মানুষের
সামনেও লজ্জাবনত থাকতো,
এখন মানুষের লজ্জা গেছে নির্বাসনে!
কেউ কেউ একটু সুযোগ পেলেই
লজ্জাহীন উলঙ্গ হয়ে অন্যকে
আমন্ত্রণ জানায় লজ্জাহীনতার!

একটা সময় ছিলো যখন মানুষের
কাছে আসার গল্প গুলো নরম চাঁদের
আলোর মতো স্নিগ্ধ ছিলো,
ছিলো বকুল ফুলের সুবাসে মাতাল
জ্যোৎস্না রাতে নদীর বুকে পাল তোলা
নৌকায় মাঝিদের ভাটিয়ালি গানের মতো
একান্ত দেশজ! এখন কাছে আসার
গল্প মানে বন্ধ ঘরের নোংরামি আর
অশ্লীলতায় আকণ্ঠ ডুবে গিয়ে
গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া!

একটা সময় ছিলো যখন মানুষের
ভিতরে মানুষ ছিলো, এখন মানুষের
ভিতরে বাস করে এক একটা পশু –
যে সুযোগ পেলেই নিজে কতোটা পশু
তার লজ্জাহীন প্রকাশ ঘটায় তার কর্মে!
এ কোন সময় এলো তবে যখন মানুষেরা
লজ্জাহীন পশুকেও হার মানালো!

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments