শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসাহিত্যকবিতামা, তুমি চলে যাচ্ছো - গোলাম কবির

মা, তুমি চলে যাচ্ছো – গোলাম কবির

মা, তুমি চলে যাচ্ছো 
গোলাম কবির

মা, তুমি চলে যাচ্ছো
তাই কষ্ট লাগছে ভীষণ!
তুমি চলে যাচ্ছো
আমি পুরনো দেয়ালের মতো ভেঙে পড়ছি,
খসে পড়ছি মরচে পড়া প্লাস্টারের মতো!
তুমি চলে যাচ্ছো
আমার আনন্দ গুলো হঠাৎ করেই
খসে পড়া উল্কার মতো হারিয়ে যাচ্ছে!
তুমি চলে যাচ্ছো
আমি শব্দহীন বিলাপে মগ্ন আছি!
তুমি চলে যাচ্ছো
আমার ভিতরের সবুজ অরণ্য
আগুনে পুড়ে ঝলসে যাচ্ছে!
তুমি চলে যাচ্ছো
আমি ডুবে যাচ্ছি বিষণ্ণতার অতল গহ্বরে!
তুমি চলে যাচ্ছো
আমি সাতসকালে রাস্তার ধারে
শূন্য থালা সামনে বসে থাকা
ভিক্ষুকের মতোই অসহায় বোধ করছি!
তুমি চলে যাচ্ছো
আমার প্রতিটি শ্বাস দীর্ঘশ্বাস হয়ে ঘুরে
বেড়াচ্ছে আকাশে বাতাসে!
তুমি চলে যাচ্ছো
আমি একদমই নিঃস্ব হয়ে যাচ্ছি!
তুমি চলে যাচ্ছো
আমি অতল অন্ধকারে হারিয়ে যাচ্ছি!
তুমি চলে যাচ্ছো
আমি শেষ হয়ে যাওয়া সিগারেটের
ছাইয়ের মতো নিঃশেষ হয়ে যাচ্ছি!
তুমি চলে যাচ্ছো
আমি সদ্যকাটা কৈ মাছের মতো ছটফট করছি!
তুমি চলে যাচ্ছো
আমি বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে
থাকা বর্ণমালার মতো অর্থহীন
পড়ে আছি কাগজের পাতায়!
তবুও তোমার নিজ ঠিকানায়
পৌঁছে গিয়ে অনাবিল সুখে
ভাসতে থাকো কামনা করছি, মা আমার!

( অস্ট্রেলিয়ার সিডনিতে তার স্বামীর কাছে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রার আগেই আমার একমাত্র মেয়ে Fariha Wahid কে উৎসর্গ করলাম কবিতাটি)

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments