একা হয়ে যাই
গোলাম কবির
মাঝেমাঝে ভীষণ একা হয়ে যাই ,
একা হয়ে যাই আনন্দঘন কোনো
পারিবারিক অনুষ্ঠান চলাকালীন সময়ে।
একা হয়ে যাই প্রিয়তমা স্ত্রী, ভাইবোন
ও সন্তানদের সান্নিধ্যে থেকেও,
ভীষণ রকমের একা হয়ে যাই
কোজাগরী আলো ঝলমলে জ্যোৎস্না রাতে।
কেমন একা হয়ে যাই শ্লোগান মুখরিত
দীর্ঘ কোনো মিছিলের মধ্যে থেকেও,
একা থাকি সংসারের নানা ঝামেলার সময়ও।
কখনো একা হয়ে যাই কবিতায়
কেটে ফেলা অপ্রয়োজনীয় শব্দের মতো
ভীষণ অপমানের বোঝা মাথায় নিয়ে,
একা হয়ে যাই নিজের একান্ত হৃদয়ের
গভীর গোপন ভাবনা হতে।
একা হয়ে যাই নামাজ শেষে মুসল্লিশূন্য মসজিদের মেহরাবের মতো,
একা হয়ে যাই খেলা শেষে দর্শকশূন্য
বিশাল ফাঁকা স্টেডিয়ামের মতো
অসহায় এবং একা, ভীষণ রকমের একা।
একা হয়ে যাই নিজেরই পরিচিত এবং
খুব কাছের কাউকে সমাহিত করার সময়,
মনেহয় কোথাও কেউ নেই আমার,
আমিও যেনো এই লাশের মতোই একা,
ভীষণ একা!