ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকা থেকে মাদক মাললায় দীর্ঘদিনের ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা গ্রামের মৃত তসলিম উদ্দিন ছেলে মোঃ লাল চাঁন।
র্যাব-৫একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫এর একটি অপারেশন দল ১৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখ সন্ধ্যা ৬টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি এলাকা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে স্মারক নং ১৯৮, তারিখ ০১/০৩/১৮, জিআর নং ৪৯৪/১১(শিব), প্রসেস নং ০১/১৮, তারিখ ১৮/৪/১৮, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১০(১) মোতাবেক মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ লাল চাঁন, পিতা-মৃত তসলিম উদ্দিন, গ্রাম- ঢোরবোনা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।