শিরোনামহীন – ২৩৬
গোলাম কবির
যে কঠিন এবং নিরাময় অযোগ্য অসুখে
ভুগছি আমি সেই অসুখ তোমারও হোক!
সেই অসুখের জ্বরে পুড়ে খাক হয়ে যাক
তোমারও হৃদয় প্রান্তর!
এই একই অসুখ ভাইরাসের মতো ছড়িয়ে
যাক আজ সারা পৃথিবীতে, নিষিদ্ধ হয়ে
যাক সকল অস্ত্রের ব্যবসা পৃথিবীর বুকে।
মাদক নয়, গোপনে গোপনে গোলাপ,
রজনীগন্ধা, বেলি এসব ফুলের চাষাবাদ
বেড়ে যাক পৃথিবীর বিভিন্ন দেশে চাহিদার
অপ্রতুুলতায় এবং যুদ্ধ নয় শান্তি,
ঘৃণা নয় ভালোবাসা, অবিশ্বাস নয়
পারষ্পরিক বিশ্বাস এই হোক
সকল দেশের সংবিধানের অবিচ্ছেদ্য অঙ্গ!
যে কবি নিরাশার অতল গহ্বরে ডুবে
যাচ্ছে তারও হৃদয়ে গভীর হতাশার কুয়াশা
সরে গিয়ে ঐ একই অসুখে সবকিছু
বদলে যাক ভীষণ। আজ শুধু ভালোবাসাই
হোক মানুষের সাথে মানুষের,
প্রেমিকের সাথে প্রেমিকার,
ডাহুকের সাথে ডাহুকীর,
হরিণের সাথে হরিণীর!
এখন শুধুই ভালোবাসার জ্বরে
পুড়তে থাকুক সকলের হৃদয়।