হৃদয়ানল – ৬
মির্জ্জা মেহেদী হাসান
স্বপনে জাগরণে যার ছিল
ঔদ্ধত বিচরণ
জীবন তছনছ করে দেয়া
এমন একজনের নাম ভুলে গেলে
বুঝতে কারো অসুবিধা হবার
কথা নয় – কী তাণ্ডব চলছে ,
কী দহনে পুড়ছে মনোবন।
দিক ভুলে তবুও আশায় বুক বেঁধে
এগোনোর চেষ্টা করি,
আবার হোঁচট খাই,থমকে দাঁড়াই
আবার পথ চলি —
জানি না কোন গন্তব্যে এই পথ চলা।
তবুও হাঁটছি আমি এক অচেনা পথে
কত শত মুখ ,কত শত নদী,কত শত পাখি
সব নাম ভুলে গেছি
সব আজ অপরিচিত অচেনা ।
পৌষের দুব্বাঘাসের ডগার মুক্ত
চোখধরা হলুদাভ সর্ষের মাঠ
হাওরে কৃষকের কর্মঘন সময়
ভোরবেলায় মাটির উনুনে
মিষ্টি কুমড়ো ফুলের বড়া ভাঁজার
মৌ মৌ ক্ষণ,
ভোরের প্রার্থনারত
হিজল করচ বরুণের বন,
সন্ধ্যায় ধন মিয়ার দোকানে
লাল চায়ের তুমুল আড্ডা,
নিঝুম গাঁয়ের ডাক,
সব ভুলে একটি মুখই চোখে ভাসে
একটি মুখই শেষ রাতে হানা দেয়
দুঃস্বপ্ন হয়ে।
হায় রে মানুষ!
যাকে পুষেছি এই হৃদয়ে আজতক
সেই কী না সেজেছে আজ
আমার হন্তারক!!