কনষ্টেবল পারভেজ
-জয়নাল আবেদীন
মহান মুক্তিযুদ্ধের বায়ান্ন বছরে
ছেলেকে মারলো থাবা
পারভেজের মৃত্যু মানতে পারছেন না
বীর মুক্তিযোদ্ধা বাবা ।
ছেলের মৃত্যু সংবাদ শুনে
অঞ্জান হলেন মা
স্ত্রী সন্তান কেঁদেই চলেছেন
যুক্ত হয়েছে গাঁ ।
নিথর দেহ পড়ে আছে
তবুও লাথি মারে
হায়রে মানুষ দেখবে জাতি
কে তোদের ছাড়ে ।
রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক পোষাক
পুলিশের ছিলো গায়ে
সেই পোষাক রক্ষা পায়নি
সন্ত্রাসির লাথির পায়ে ।
মৃত্যু হয়েছে যে পুলিশের
ছিলেন তিনি দক্ষ
হত্যাকারী ধরতে সময় লাগবে
সর্বোচ্চ এক পক্ষ ।
পুলিশ যদি ইচ্ছে করে
থাকবে না দেশে খুনী
খুনীর দলীয় পরিচয় নেই
গরীব কিম্বা ধনী ।
জাতি আজো শোধ করতে
পারেনি মুক্তিযোদ্ধার ঋণ
প্রিয় সন্তান হারানোর শোক
থাকবে প্রতি দিন ।