শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়মালয়েশিয়া পাঠানোর সময় ৩০ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়া পাঠানোর সময় ৩০ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এসময় দুই দালালকেও আটক করা হয়েছে।
শুক্রবার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, ভোলারচর ও শীলখালী উপকূল থেকে পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, সাত শিশু ও ছয়জন পুরুষ রয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ জন। এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি। দুই বাংলাদেশি দালাল হিসেবে যাচ্ছিল।
তিনি আরও বলেন, ‘যাত্রীরা কেন, কীভাবে এবং কার মাধ্যমে সেখানে যাচ্ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
গত ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে সাড়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকেই এখানে আশ্রয় নিয়ে আছে প্রায় তিন লাখ রোহিঙ্গা।
রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশে আসার পাশাপাশি সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমিয়ে থাকেন। বাংলাদেশে আশ্রয় নেয়া কিছু রোহিঙ্গাও একইভাবে দেশটিতে যান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments