শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক: প্রধানমন্ত্রী

তাবারক হোসেন আজাদ: করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিভিন্ন জেলার ন্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা কালে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। এর সংক্রামণ রোধে দেশে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ করোনা আশঙ্কা মুক্ত হতে বিশেষ করে এপ্রিল মাসে সবাইকে সচেতন থাকতে হবে। মাসটি কেটে গেলে আমরা এ ভয়াবহ অবস্থা থেকে আশঙ্কা মুক্ত হতে পারি তবে লক্ষ্মীপুর জেলা এখনো পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত না হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, কর্মহীন, দিনমজুর অসহায় মানুষ যেন সরকারের সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াাল রাখার জন্য প্রশাসনকে আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক বলে আল্লাহর দরবারে দোয়া করেন। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এএইচ এম কামরুজ্জামান (পিপিএম সেবা), সিভিল সার্জন ডাঃ আবদুল গাফ্ধসঢ়;ফার, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments