বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

বাংলাদেশ প্রতিবেদক: দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও পত্রিকাটির রিপোর্টার সেলিম সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। শনিবার (২৭ জুন) ব্যারিস্টার সৌমিত্র সরকার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। মামলা নং ২২।

বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে মানবপাচারে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে জড়িয়ে নানা মন্তব্য করা হয়। এতে করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে মর্মে মামলায় উল্লেখ করা হয়েছে।

গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments