মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeজাতীয়প্রধানমন্ত্রী নদী শাসন প্রকল্প হাতে নিয়েছেন : লক্ষ্মীপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নদী শাসন প্রকল্প হাতে নিয়েছেন : লক্ষ্মীপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী

তাবারক হোসেন আজাদ: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সরকারের পক্ষ থেকে নদী ভাঙ্গন প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে কাজ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নদী শাসনের প্রকল্প হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নদী ভাঙ্গন প্রতিরোধ হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফলকন লুধুুয়া বাঘার হাট মেঘনা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেন। অতিদ্রুত কমলনগর-রামগতি ভাঙ্গন রোধে প্রকল্প বাস্তবায়ন হবে।

কমলনগর পথ সভা শেষে রামগতির সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকার মেঘনা নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক এমপি ।

কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা মহা সচিব মেজর (অব:) আবদুল মান্নান, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মাহফুজুর রহমান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রিয় নেতা আবদুজ জাহের সাজু, বিকল্পধারার সভাপতি মোহাম্মদ উল্যা মিয়া ও সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক উল্যাহ মিঞা প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments