বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়প্রতিদিন ধর্ষণের শিকার ৪ জনের বেশি নারী

প্রতিদিন ধর্ষণের শিকার ৪ জনের বেশি নারী

বাংলাদেশ ডেস্ক: গেল বছর প্রতিদিন দেশে ধর্ষণের শিকার হয়েছেন চারজনেরও বেশি নারী। বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিদিন প্রায় দেড় হাজারেরও বেশি নারী ধর্ষণের শিকার হচ্ছেন।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ৬৯৪ জন, যা গড়ে প্রতি মাসে ১৪১ জন। যার মধ্যে একক ধর্ষণের শিকার ১৩০২, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৩১৭, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫৩ জনকে। আর ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ১৪ জন।

এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ৩৪৬ জন নারী ও শিশু। যেখানে একক ধর্ষণের শিকার ১০৭৪ জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ২৩৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৩ জনকে। আর ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন তিনজন।

সংশ্লিষ্টরা বলছেন, সহিংসতার ভয়াবহতা জাতির জন্য অশনিসংকেত। তাই পারিবারিক শিক্ষা, দৃষ্টিভঙ্গির পাশাপাশি শিক্ষাব্যবস্থা পরিবর্তনের পরামর্শ তাদের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments