বাংলাদেশ প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জনে পৌঁছেছে। তবে একই সময় দেশে করোনায় কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯ পরীক্ষাগারে চার হাজার ৭৪৫ নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৭ হাজার ৪৯০টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৫৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৬৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.১৯ শতাংশ।