সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার দুপুরে অত্যাবশকিয় পণ্যসামগ্রী সঠিক দামে বিক্রিতে পৌর শহরের বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কালে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান ৷ এছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা ( এনএসআই) , পুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন ৷
এ ভ্রাম্যমাণ আদালত থেকে ভোজ্য সয়াবিন তেলসহ সব ধরণের মালামাল সঠিক দামে বিক্রি করার বিষয় দোকানীদেরকে জানানো হয়৷ এছাড়া বাজার মনিটরিং কালে উপস্থিত সাধারণ জনগণের মাঝে প্রচার করা হয় আগামীকাল বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে সরকারী নির্ধারিত দামে তিন মুদি দোকানী নিজস্ব ব্যানার টানিয়ে ভোজ্য সয়াবিন তেল বিক্রি করবেন ৷ দোকান তিনটি হলো- অর্ণব বাণিজ্যালয় , দত্ত এন্ড ব্রাদার্স ও আজাদ ষ্টোর ৷